বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজো কার্নিভাল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে সোমবার সন্ধ্যায়, প্রস্তুতি তুঙ্গে।

0
7

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল। কলকাতার পুজো কার্নিভাল এর আগে জেলায় জেলায় পুজোর কার্নিভাল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পূজার কার্নিভালের আয়োজন করা হয়েছে। গত বছর কার্নিভালে অংশ নিয়েছিল প্রায় ১৭ টি পুজো। এবার সেটা বেড়ে হয়েছে কুড়িটি পূজো। গতকাল রাতেই পূজোর কার্নিভালের প্রস্তুতি দেখতে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী এবং জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিক এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই পুজো কার্নিভাল শুরু হবে। এই শোভাযাত্রা দেখতে সাধারণ দর্শনার্থীদের রাস্তার দু’ধারে প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় উপস্থিত থাকবেনা জেলাশাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।