ফেরা হল না অস্ট্রেলিয়ায়! বিসর্জনে যোগ দিয়ে আত্রেয়ীতে তলিয়ে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের।

0
23

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – সুদূর অস্ট্রেলিয়ায় (Australia) ইঞ্জিনিয়ারের চাকরি করতেন। পুজোয় সকলের সঙ্গে আনন্দ করবেন বলে বাড়ি ফিরেছিলেন বালুরঘাটের (Balurghat) নিউটাউের বাসিন্দা তরুণ অংশুমান নন্দী। কিন্ত কে জানত তাঁর আর কাজের জন্য প্রবাসের ঠিকানায় ফেরা হবে না। গতকাল পিসির বাড়ির পুজোর বিসর্জনে যোগ দিয়ে তলিয়ে মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সি অংশুমানের। সোমবার একই পরিবারের ৩ জন বিসর্জনে যোগ দিয়ে আত্রেয়ী নদীতে (Atreyee river) তলিয়ে যায়। দু’জনকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করা গেলে মৃত্যু হয় অংশুমানের পিসেমশায় শ্যামল কুমার দত্তের। কিন্তু গতকাল অংশুমানের খোঁজ মেলেনি। আজও অর্থাৎ সকাল থেকে খোঁজ চলছিল। কোনও একটা মিরাকলের আশায় ছিল তাঁর পরিবার। কিন্তু শোকস্তব্ধ পরিবারকে আরও শোকে নিমজ্জিত করে অংশুমানের মৃত্যুর খবর আসে মঙ্গলবার বিকেল নাগাদ। তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর বুধবার সন্ধ্যার আগে বালুরঘাট থানার খিদিরপুর রেল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে বালুরঘাট শহরের নিউটাউন এলাকায় অংশুমানদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একই পরিবারে পরপর দু’জনের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।