পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনারোডে,রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।

0
7

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সাত বাঁকুড়া এলাকায়, জানা গিয়েছে ওই মৃত স্কুল ছাত্রীর নাম নিরুপমা প্রামানিক,বয়স আনুমানিক ১৭ বছর,বাড়ি কেলামি এলাকায়,ক্লাস ইলেভেনের ছাত্রী নিরুপমা, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার টিউশন সেরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেলে করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে ওই স্কুল ছাত্রী, এরপর স্থানীয়দের তৎপরতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে, এরপর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে হাজির হয় চন্দ্রকোনারোড বিট হাউসের বিশাল পুলিশ বাহিনী, এরপর ওই ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ,অন্যদিকে প্রায় বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা, অন্যদিকে এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে, পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় স্বাভাবিক হয় যান চলাচল।