কি দোষ বলো।।।

0
6

কি দোষ বলো ?
আমি নিত্য দিন অসুন্দরের মধ্যে সুন্দর, অসত্যের মধ্যেই সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম,
আমি তো চিরকালীনকে সমকালিনে মেলাতে চেয়েছিলাম।

কি দোষ বলো ?
আমি যৌবন তরঙ্গে দোল খাওয়া প্রানের উন্মেষ-
দেখতে দেখতেই চিরঘুমেই শাহিত থাকতে চেয়েছিলাম,
সকালের সূর্যের আলোয় প্রতিটি গৃহস্থের অন্ধকার সরাতে চেয়েছিলাম।

তবে এটাই কি দোষ-
সূর্যের কিরণে প্রতিটি সাদা সিঁথির সিঁদুর রাঙানোর আহ্বান?
এটাই কি অন্যায় পায়ে পায়ে এগিয়ে চলা মিছিলের আহ্বানে?
অধিকার আর মানবিকতার নিত্য সংগীত পরিবেশন?

হায় অসহায় পৃথিবী, তুমি নিরুত্তর ,
প্রজাতন্ত্রের দিনে ,সংবিধান প্রতিষ্ঠার দিনে-
আজ গণতন্ত্রের দোহাই একবার বলো-
অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের প্রতিরোধ কি অসাংবিধানিক ?

সংরক্ষিত।