বিজয়া সম্মেলনে অনুষ্ঠানকে কেন্দ্র করে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা।

0
25

নিজস্ব সংবাদদাতা, মালদা:– প্রতিবছর মালদা জেলার তৃণমূল কংগ্রেস কমিটির তরফে আয়োজিত হয় শারদ সম্মান এবং বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আর এই বিজয়া সম্মেলনে অনুষ্ঠানকে কেন্দ্র করে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা। শারদ সম্মান এবং বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এই আলোচনা সভা বলে জানা গেছে।

এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী, পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইমাম উদ্দিন, মালদা জেলা পরিষদ সদস্য মাসিদুর রহমান, রতুয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রকিবুল হক সহ তৃণমূল নেতৃত্ব। আরো জানা গেছে মালদা জেলার প্রতিটি ব্লকে শারদ সম্মান এবং বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কমিটির তরফে। সম্মিলনী অনুষ্ঠান সফল করতে বিস্তারিত আলোচনা করা হয় এই দিনের আলোচনা সভায়।