মেদিনীপুর উপ নির্বাচন লাগু আদর্শ আচরণ বিধি।

0
12

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেদিনীপুর উপ নির্বাচন ১৩ নভেম্বর। শুক্রবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । প্রত্যাহার করার শেষ দিন ৩০ অক্টোবর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কালেক্টরেট সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক খুরশেদ আলি কাদেরি এবং রিটার্নিং অফিসার মধুমিতা মুখার্জি জানান , মোট ভোটার রয়েছেন ২৯১৬৪৩ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৪৮১০০ জন । মোট বুথের সংখ্যা ৩০৪ টি। প্রতিটি বুথেই ওয়েব কাস্টিং হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যেই লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। ৩ টে নাকা চেকিং করা হয়েছে। ফ্লাইং স্কোয়াড , স্যটাটিক সারভাইলেন্স টিম কাজ শুরু করে দিয়েছে। ৮৫ বছর বয়সী ২৬০৭ জন বয়স্ক ভোটারের এবং ৭৮২ জন প্রতিবন্ধী ভোটারের বাড়ি থেকে ভোট গ্রহণ করা হবে।
মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ড , মেদিনীপুর সদর ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েত এবং শালবনি ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা ভোট দেবেন।