বন্যার জল কমতেই আবারো ভাঙ্গন শুরু মানিকচকে।

0
5

নিজস্ব সংবাদদাতা, মালদা:–বন্যার জল কমতেই আবারো ভাঙ্গন শুরু মানিকচকে। মালদহে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। চোখের সামনেই ভেঙে পড়ছে একের পর এক নদীপাড়। তলিয়ে যাচ্ছে জমি-জায়গা, বাস্তুভিটা। অথচ ভাঙন রোধে নেই কোন প্রশাসনিক তৎপরতা নেই বলে অভিযোগ গ্রামবাসীর । আর এই পরিস্থিতিতে এখন ক্ষোভে ফুঁসছেন মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকার বাসীন্দারা।গ্রামবাসীরা জানান ইতিমধ্যেই গঙ্গায় আবার ভাঙ্গন শুরু হয়েছে যার ফলে বাড়ি ঘর ভেঙে অন্যত্রে নিয়োজিত হচ্ছে অসহায় অবস্থায় দিন কাটছে প্রশাসনের নজর নেই এমনই অভিযোগ। এলাকায় ভাঙ্গনের ফলে মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিরপুর,এলাকায় বিদ্যুৎ নেই ঘর বাড়ি ভেঙে কোনক্রমে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর অভিযোগ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট থাকার জায়গা করে দেওয়া হোক যার ফলে স্থায়ী ঘর হবে এই পরিস্থিতিতে ঘরবাড়ি ভেঙে অন্যের জমিতে পড়ে রয়েছে কোনক্রমে রাত কাটাতে হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ প্রশাসনের কোন জমি দিয়ে কলোনি তৈরি করে দেয়া হোক।এই পরিস্থিতিতে তাদের জন্য ছোট ছোট বাচ্চা নিয়ে সমস্যা মুখে পড়তে হচ্ছে বলে জানান।