মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরানো হল নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের।

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদা—- সুপ্রিম কোর্টের নির্দেশের পর পড়ানো হলো সিভিক ভলেন্টিয়ার। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরানো হল নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের। পরিবর্তে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করল পুলিশ।মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেখা গেল পুলিশের নিরাপত্তা দিতে শুক্রবার এমনটাই ছবি নজরে এল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, এতদিন নিরাপত্তার দায়িত্বে দেখা যেত সিভিক ভলেন্টিয়ারদের সুপ্রিম কোর্টের রায়ের পরেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা দিতে দেখা গেল খাকি পোশাকের পুলিশ ।সূত্রে মারফতে জানা গিয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে মোতায়েন ছিল প্রায় ২০জন সিভিক ভলান্টিয়ার। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানায় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার রাখা যাবেনা। আর এই নির্দেশের পরেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ারদের সরানো হয়।পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে পুলিশ। জানা গেছে, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন থেকে প্রতি শিফটে একজন করে এ.এসআই পদ মর্যাদার পুলিশ অফিসার সহ সাতজন করে পুলিশ কর্মী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে শুধু সিভিক ভলান্টিয়ার সরিয়ে, পুলিশকে নিরাপত্তার দায়িত্বে আনা নয়। তার সঙ্গে গোটা
হাসপাতাল চত্বরকে সিসিটিভিতে মুড়ে ফেলার কাজ ইতিমধ্যেই দ্রুততার সাথে শুরু হয়েছে ।জানা গেছে এতদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নিরাপত্তার জন্য ১৭১টি সিসিটিভি ছিল। কিন্তু এখন সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। গোটা হাসপাতাল জুড়ে মোট ২২৮ টি সিসিটিভি লাগানো হয়েছে এবং ক্যামেরাগুলি বড়ো এলইডির মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি চালবে পুলিশের। স্বভাবতই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে প্রশাসনিক এই উদ্যোগে যারপরনায় খুশি সাধারণ মানুষ।সাধারণ মানুষ জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার থাকাতে নিয়ম কারণ না জানাই মাঝে মধ্যেই রোগীর আত্মীয়দের সাথে বচসায় জড়িয়ে পড়তো পুলিশ পুলিশ থাকায় অনেক খুশি সাধারণ মানুষ।