বিসর্জনের বাঁশি বাজে :::: প্রবীর কুমার চৌধুরী।।

0
13

হে মা মহামায়া ,মহাঅষ্টমীর অঞ্জলি দিই চরণে
দেশবাসী আছেন সুখে দেখি যেন এ নয়নে।
আমার মেয়ে দুর্গারা হাসে যেন নিশ্চিন্তে সকাল,দুপুর সন্ধ্যে-
মরণের আগে তাই না দেখে বিদায় নেবো মহা আনন্দে।

বিসর্জনের ঢাকের বোল সবার চোখ ছলছল
মেয়ে উমা যাচ্ছে ফিরে ছয় বেয়ারা কাঁধে তোল।
পান,মিষ্টি মুখে দিলাম, আরও দিলাম সিঁদুর
চোখের জল মুছিয়ে দিলাম একটি বছরের সুদূর।

জগৎজননী প্রার্থনা শুনো দিয়ো এই আশীষ
আমার চোখের জলে জেগে উঠে বলো ভালোবাসিস।
জাত,ধর্মের বিভেদ বিষে পৃথিবী জুড়েই লঙ্কাকান্ড –
তোমার রোষে ছারখার হোক সেইসব নরাধম,পাষন্ড।

জগৎজননী,পাপহরণী উদ্ধার করো তোমার সৃষ্টি,
শঙ্খ,ঘন্টা,প্রেম,ভক্তিতে জাগরিত হোক তোমার কৃপাদৃষ্টি।
সকল ধর্ম শ্রদ্ধাভরে বুকে থাক,শারৎসোব হোক সবার
প্রতি শারদ প্রাতে ফিরিস মাগো বছর,বছর,বার,বার।

সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।