ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েক দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কেশপুরের সরিষাখোলা অঞ্চলের একাধিক জমি জলের তলায়,চিন্তায় মাথায় হাত চাষীদের ।

0
13

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা জলমগ্ন, অতি ভারী বৃষ্টিপাতের কারনে ভেঙেছে বহু মাটির বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, পরিস্থিতি এতটাই ভয়াবহ, যে দেখা দিয়েছে জলের অভাব ও খাদ্যের অভাব, ইতিমধ্যেই জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের তরফ থেকে ওই সব পরিবারদের দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী ও সরবরাহ করা হচ্ছে পানীয় জল, জেলার কেশপুর ব্লকের একাধিক এলাকা অতি ভারী বৃষ্টিপাতের কারণে কার্যত জলমগ্ন, কয়েক হাজার বিঘা জমির ফসল জলের তলায়, ক্ষতি হয়েছে ধান থেকে শুরু করে ফুলকপি,বাঁধাকপি সহ বিভিন্ন ফসল, কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা অঞ্চলের সিন্নিবার, সাধকচোখ সহ একাধিক এলাকায় কয়েক হাজার জমির ফসল জলের তলায়, এমত অবস্থায় কার্যত চিন্তার ভাজ পড়ে গিয়েছে এলাকার চাষীদের মাথায়, বহু টাকা খরচ করে ভালো ফলনের আশায় ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি লাগিয়েছিলেন তারা, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কারণে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে চিন্তায় মাথায় ভাজ পড়েছে তাদের, এই মত অবস্থায় সরকারের তরফ থেকে তাদের আর্থিক সহযোগিতা না করলে আগামী দিনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাদের এমনটাই জানাচ্ছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।