রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে আদিবাসী সমাজের কাছে তুলে ধরতে গ্রামে গ্রামে প্রচার আদিবাসী সম্প্রদায়ভূক্ত তৃণমূল নেতার।

0
5

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে আদিবাসী সমাজের কাছে তুলে ধরতে গ্রামে গ্রামে প্রচার আদিবাসী সম্প্রদায়ভূক্ত তৃণমূল নেতার। দক্ষিণ দিনাজপুর জেলার এসটি অধ্যুষিত তপন ব্লকের ঘটনা। একসময় বিজেপি হয়ে ওই বিধানসভা থেকে প্রতিদন্ধীতা করা নেতা কৃষ্ণ কুজুর এখন ঘাস ফুল শিবিরের অন্যতম আদিবাসী নেতা। দলের সম্মতিতেই তিনি তার এলাকার আদিবাসী গ্রামগুলিতে যাচ্ছেন নিয়মিত সেখানে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরছেন।
কৃষ্ণ কুজুর জানান, ৬৮ টি প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। যার মধ্যে শুধুমাত্র আদিবাসীদের জন্য পৃথক প্রকল্প রয়েছে একাধিক। কিন্ত তা নিয়ে ওয়াকিবহাল নয় পিছিয়ে পরা এই সম্প্রদায়ের মানুষজন। যা নিয়েই তিনি প্রচার চালাচ্ছেন।