নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- আর কয়দিন পরেই উপনির্বাচনের ভোট। তাই ভোটের দামামা বেজে গিয়েছে। প্রতিটি দল তাদের পর্থীর হয়ে প্রচার চালাচ্ছে জোর কদমে। লড়াই বিনা জমি ছাড়তে রাজি নয় কোনো দলই। মাটি কামড়ে চলছে প্রচারের কর্মসূচি। যদিও জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী প্রত্যেকেই। তাই প্রচারে খামতি নেই কারো। তাই সকলের মতন নৈহাটী বিধানসভার নির্বাচনে বিজেপির পর্থী রূপক মিত্র র প্রচার চলছে জোর কদমে। শুরুর প্রথম দিন থেকেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী প্রচারে। এদিন তাঁর হয়ে প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাথীর হয় প্রচারে এসে তিনি শাসক দলকে তীব্র আক্রমণ শানান। নৈহাটী বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতা বলেন, আমাদের তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে, আর লড়াই করেই নৈহাটি বিধানসভা জয় করতে হবে। এছাড়া তিনি বিজেপির সকল স্তরের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা ভয়ে লুকিয়ে যাবেন না। যে কোন দরকারে দলের উচ্চপদস্থ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখবেন। মনে রাখবেন লড়াই করেই জয়ী হওয়া যায়, লড়াই না করে জয়ী হওয়া সম্ভব নয়। আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। তবেই তাদের গুন্ডা বাহিনীকে রুখে দিতে পারব আমরা”।
মিডিয়ার মুখোমুখি হয়ে তৃণমূলকে করা ভাষায় আক্রমণ করেন এবং তৃণমূলকে হারানোর কথাও বলেন। তিনি বলেন, যারা তৃণমূল করে তারা যদি ফাঁসির সাজা প্রাপ্ত আসামিও হয় তবুও তৃণমূল করলে তার সব দোষ মাফ, এমনকি তাকে সুরক্ষাও দেয়া হয়। তিনি বলেন পুলিশের নিচু তলার কর্মি রা আমাদের সঙ্গে আছেন, কিন্ত উপরতলার চাপে তাদের খারাপ করতে বাধ্য করেন । তিনি বার বার ভোটার দের কাছে আবেদন করেন একবার সাহস করে বেরিয়ে এসে নিজেদের ভোট নিজে দিন ,বিজেপি কর্মীরা আপনাদের পাশে আছে । এদিনের প্রচারে তার সঙ্গে ছিলেন প্রার্থী রূপক মিত্র, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ সহ অন্যান্য আধিকারিক রা ।