দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তে চলল বিএসএফ-এর গুলি, নিষেধ অমান্য করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টায় গুলিবিদ্ধ যুবক।

0
14

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তে চলল বিএসএফ-এর গুলি, নিষেধ অমান্য করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টায় গুলিবিদ্ধ যুবক। সোমবার আনুমানিক মাঝরাত্রে চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত কুমারগ্রাম সীমান্ত এলাকার। জানা গেছে বিএসএফ-এর গুলিতে জখম যুবকের নাম ভজন বর্মন(বয়স আনুমানিক ২০ বছর)। পেশায় দিনমজুর শ্রমিক। এও জানা গেছে ভজন বর্মন নামের ঐ যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল এলাকায়। জখম যুবকের পরিবার সূত্রে জানা গেছে সোমবার ভজন বর্মন আত্মীয়ের সাথে দেখা করতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় বিএসএফ গুলি চালালে গুলিবিদ্ধ হয় ভজন বর্মন। ঘটনার পর জখম অবস্থায় গুলিবিদ্ধ ভজন বর্মন-কে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করে বিএসএফ জওয়ানরা। বর্তমানে ভজন বর্মন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ শল্য চিকিৎসা বিভাগে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে ভজনের হাতে গুলি লাগবার কারনে হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তাকে অন্যত্র রেফার করা হতে পারে। অপরদিকে বিএসএফ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে কুমারগ্রাম সীমান্ত দিয়ে ভজন বর্মন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে প্রহরারত ভারতীয় বিএসএফ জওয়ান হুশিয়ারি দেয়। যে হুশিয়ারি অগ্রাহ্য করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে গুলি চালায় বিএসএফ৷ ঘটনার পর ঘটনাস্থলে পৌছে ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ-এর উচ্চ পদস্থ আধিকারিকরা।