মহাভারতের দৃশ্যের উপর ছাতনায় তৈরি হচ্ছে জগদ্ধাত্রী মন্ডপ, চলছে জোর কদমে প্রস্তুতি।

0
6

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ছাতনা চন্ডিদাস পল্লী আয়োজিত জগদ্ধাত্রী পূজার ২৯ তম বর্ষের মন্ডপ তৈরীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিবছরের মতো এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। হাতে গোনা মাত্র কটা দিন তারপরই জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মন্ডপ তৈরি হচ্ছে মহাভারতের একটি দৃশ্যের উপর। গিরিগোবর্ধন পর্বতের উপর থাকবেন মা জগদ্ধাত্রী।

পুরাণ অনুযায়ী কোন এক সময় দেবরাজ ইন্দ্রের প্রকোপে ব্রজভূমিতে ভয়ংকর বর্ষার পরিবেশ গড়ে উঠলে ব্রজবাসীরা গৃহ ছাড়া হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীর এই দুঃখের দিনে গোবর্ধন পর্বত কে নিজের কড়ি আঙ্গুলে তুলে তার নিচে সমস্ত ব্রজবাসীদের আশ্রয় দেন। স্বয়ং শ্রীকৃষ্ণের ব্রজবাসীদের রক্ষা করার এই দৃশ্যটি ফুটিয়ে তোলা হচ্ছে ছাতনা থানাগড়ার সামনে পুরানো বাসলি মন্দির সংলগ্ন চত্বরে। মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে প্লাইউড,ঝিনুক। ১০ লাখ টাকার বাজেট নিয়ে আয়োজিত হতে চলেছে ছাতনা চন্ডিদাস পল্লীর এই জগদ্ধাত্রী পূজো। এই মন্ডপ দর্শনার্থীদের বেশ নজর কাড়বে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুজো কমিটির সম্পাদক সম্পাদক শংকর চক্রবর্তী