নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্র চান্দুয়ায় জনসংযোগ যাত্রা করলেন।

0
15

নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- দেখতে দেখতে সময় আসন্ন। আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু  হতে চলেছে। আর উপনির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে নৈহাটিতে। নৈহাটি বিধানসভার উপ নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী ১৩ নভেম্বর ভোট। এদিকে, উৎসবের মরশুমও শেষ হলেও, শুরু আবার ভোট উৎসব। তাই, রাত দিন এক করে নৈহাটির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে করছেন বিজেপির বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। নৈহাটির বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্রও সেই  ধারা অব্যাবত রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। আর তাঁর প্রচারে নামছে মানুষের ঢল। কখনো মিছিল, আবার কখনো বাড়ি বাড়ি প্রচার, কোনও কিছুই বাদ রাখছেন না তিনি। তুলে ধরছেন শাসক দলের ব্যর্থতা ও বঞ্চনার কথা।

প্রচারণায় পিছিয়ে নেই কোনো দলের প্রার্থীরা। প্রতিটি দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। ছয় টি বিধানসভার মধ্যে একটি হল নৈহাটি বিধানসভা, যেখানে উপনির্বাচন হতে চলেছে। কারণ নৈহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন। আর তারপরই তাঁর খালি করা বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আর  এই কেন্দ্রে রূপক মিত্রকে প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করেছে। এদিন নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্র নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দুয়ায় জনসংযোগ যাত্রা করেন। যেখানে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, বিজেপিকে ভোট দিতে বলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট দিয়েছেন। তবে শুধু বিজেপি নয়, প্রতিটি দলই নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে। প্রতিটি দল ই নিজেদের মতন করে প্রচার চালিয়ে যাচ্ছেন। জয়ের ব্যপারে সকলেই আশাবাদী। তবে সময় বলে দেবে কে জিতবে আর কে হারবে!!