জগদ্ধাত্রী পূজা ও মানবিক পরিষেবা ‌।।

0
15

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- ‌ উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্র তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির পূর্ব গাজিপুর ‌’ অগ্ৰণী সংঘ ‘ – র পরিচালনায় ২ য় বর্ষে শ্রী ঁ জগদ্ধাত্রী পূজা – র মহানবমীর পূর্ণ লঙ্গে অনুষ্টিত হল নবমী পূজা, কুমারী পূজা,হোম যজ্ঞ, রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির,বসে আঁকো প্রতিযোগিতা ও গাজন অনুষ্ঠান। এছাড়াও ছয় দিন ব্যাপী অনুষ্ঠান সূচীর অঙ্গ হিসাবে ছিল সংগীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, গীতা পাঠ ও ধর্ম চর্চা, ক্যুইজ প্রতিযোগিতা, বৌদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা, বৃক্ষ রোপন, কবিতা প্রতিযোগিতা, আবিরের সাহায্যে আলপনা আঁকা প্রতিযোগিতা,শঙ্খবাদন প্রতিযোগিতা, কথা বলা পুতুলের সহিত ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান,দোলন ব্যানার্জী সংগীতানুষ্ঠান, অন্নকূট উৎসব, ডেঙ্গু সতর্কতার জন্য মশারি বিতরণ, দুঃস্থ ছাত্র -ছাত্রীদের পেন- খাতা বিতরণ,তরজা গান। অন্নকূট উৎসবে পূর্ব গাজিপুর গ্ৰাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্ৰামের প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে পিপলস্ ব্লাড ব্যাঙ্ক এর চিকিৎসকবৃন্দদের সহযোগিতায় দশ জন মহিলা সহ পঁয়ত্রিশ জন রক্ত সৈনিক রক্তদান করে পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনে রক্তদান করে রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন।