নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- দেখতে দেখতে সময় আসন্ন। আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হতে চলেছে। আর উপনির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে নৈহাটিতে। নৈহাটি বিধানসভার উপ নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী ১৩ নভেম্বর ভোট। বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন। প্রচারে ঝড় তোলা সবার প্রচেষ্টা। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল যেহেতু তাদের জয়ী আসন ধরে রাখতে আগ্রহী, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পাল্টা প্রচারণা চালাচ্ছে।
তাদের লক্ষ্য তৃণমূলের শাসক দলের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া। প্রচারে ঝড় তুলেছেন নৈহাটি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রূপক মিত্র।
রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে আজ একটি সমাবেশ করেছেন। বৈঠকে শমীক ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক বিজেপি নেতা তাপস রায়। এছাড়া একই মঞ্চে উপস্থিত ছিলেন চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও।
শমীক ভট্টাচার্য নৈহাটির সাধারণ মানুষকে এই মঞ্চ থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। এমনকি তৃণমূলকে নিয়ে বিদ্রুপ করতেও থামেননি তিনি। তৃণমূল সিপিআইএম উভয় দলেরই এক সুরে সমালোচনা করেন তিনি। তিনি আরজিকর মামলা আন্দোলন সম্পর্কে বলেন, আরজিকর মামলা আন্দোলন ছিল গোটা রাজ্যের আন্দোলন। কিন্তু পরবর্তীতে প্রতিটি দলই নিজেদের আখ খোদাই করার চেষ্টা করে বিশেষ করে সিপিএম-এর মধ্যে। আর এই আন্দোলন ছেড়ে দেয় শুধু চিকিৎসকদের আন্দোলন। তিনি নৈহাটির জনগণকে এই উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।