আবাস যোজনার তালিকায় না আসায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ।

0
16

নিজস্ব সংবাদদাতা, মালদা—-আবাস যোজনার তালিকায় না আসায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া-১নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসীন্দারা। সোমবার এমনই বিক্ষোভের ছবি নজরে এল রতুয়া-১নং বিডিও অফিসে। এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু বাসীন্দা রতুয়া-১নং বিডিও অফিসে আসেন। তারা বিডিও অফিসে ঢোকার ঠিক মুখেই রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রকৃত গরীব মানুষের নাম কেন সরকারি আবাস যোজনার তালিকায় নেই এই অভিযোগ তুলে তারা তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন রতুয়া-১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পো ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, প্রথমে বিক্ষোভকারীরা বিডিওর সামনেও জোরদার বিক্ষোভ দেখান। যদিও শেষমেশ বিডিও আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে। এই বিষয়ে রতুয়া-১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মৌখিক ভাবে জানান, যাদের কাঁচা বাড়ি রয়েছে অথচ আবাস তালিকায় নাম নেই, তাদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। তারপরেই তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।