শুক্রবার বাঁকুড়া রবীন্দ্রভবনে সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মিতালী বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো।

0
7

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- শুক্রবার বাঁকুড়া রবীন্দ্রভবনে সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মিতালী বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর জিতেন ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিরা। এদিন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে দেওয়া মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা, স্বেচ্ছায় রক্তদান শিবির, বাঁকুড়ার রত্ন কন্যাদের সম্বর্ধনা ও স্মারকলিপি প্রদান, সেই সঙ্গে বাঁকুড়ার বেশ যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে রক্তদান শিবির করে আসছে তাদেরকে আরো বেশি করে উৎসাহ প্রদান করতে সম্বর্ধনা দেওয়া হয়।। আলোর খোঁজে প্রকল্পের শিক্ষার্থীদেরও সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন আলোর খোঁজে প্রকল্পের ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।