কদম : রাণু সরকার।

0
14

গত বছর আমার অজান্তেই জন্ম নেয় কদম গাছ,
ফুল ধারণ করতে পারবে কিনা ভাবছিলাম-
তবে ফুল ফুটে ছিলো গোলাপী রঙের!
এই তো এই বর্ষায়!

ভাবনায় ছিলো একান্ত আপনজনকে
উপহার দেবার!
অকপটে একদিন খুলেছিলো তার
হৃদয়-
সে যন্ত্রণাদায়ক উৎপাঠিত করেছে
আমার অন্তর-
যদিও তারই দয়ায় বেঁচে থাকা,

মান্দার গাছও তো জন্ম নিতে পারতো!
সেটা তো হয়নি,জন্ম হলো কদম গাছের
তাও গোলাপী কদম-
ফুলটি অনেক দিন ছিলো গাছে, কারর স্পর্শ পায়নি
আকাঙ্ক্ষা যে ছিলো না সেটা না বলতে পারবো না
একদিন সে নিজের ইচ্ছেতে ঝড় পরে!
এখনো রাখা আছে শুকিয়ে যাওয়া কদম ফুলটি!