একজোড়া উপগিরি : রাণু সরকার।

0
14

তোমার ঠোঁট জোড়া যেন সদ্য
ফোটা গোলাপ,
কাঁচা বয়স,
সাজো হলে বুঝি ঋতুমতী?

একজোড়া উপগিরি উপচে পড়ছে
অমৃত সুধা!
আমার জীবন রক্ষার-
পান করে হই উজ্জীবিত,

সুন্দর ডোঙা, বেয়ে বেয়ে যাবো
অনেক দূর-
ক্লান্ত হয়ে ডুবিয়ে দেবো গহিন গাঙে!
ফুলের বৃন্ত থেকে শোষণ করবো মধু!

অর্ধবিকশিত ফুল মধুমদগন্ধময়!
সেখানে থেকে আমার অন্তর ভিজে যায়
বিন্দু বিন্দু শিশিরে!