সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে সচেতনতা শিবির করা হয় হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিকের তরফে ।

0
11

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-কখনও মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, কখনও বা সিগনাল ভেঙে গাড়ি চালানো। ট্র্যাফিক আইনের তোয়াক্কা না করার এমন উদাহরণ প্রায় নজরে আসে। এর ফলে প্রায় প্রতি দিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে ও রাস্তা পারাপার করতে পারে তার জন্যে হরিশ্চন্দ্রপুরের একটি বেসরকারি বিদ্যালয়ে, বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারী নামে বিদ্যালয়ে বৃহস্পতিবার সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে সচেতনতা শিবির করা হয় হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিকের তরফে । পাশাপাশি পড়ুয়ারা বিবেকানন্দ মোড়ে
রাস্তায় নেমে হেলমেট বিহীন বাইক চালকদের সতর্ক করেন।’আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান। হেলমেট বিহীন বাইক চালকদের হাতে চকলেট তুলে দিয়ে এমনই বার্তা দিল খুদে স্কুল পড়ুয়ারা। এই নার্সারী স্কুলের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যরা। রাস্তায় চলতে গেলে ট্রাফিক আইন মেনে কেমন করে চলতে হয় সেই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের কে জানকারী দেওয়ার পাশাপাশি লাল,হলুদ ও সবুজ সিগন্যাল এল ই ডি (L.E.D) ডিসপ্লে ছবির
মাধ্যমে ছাত্র ছাত্রীদের বুঝিয়ে দেন ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী। এই অনুষ্ঠান প্রায় এক ঘন্টা ধরে চলে।
‘হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়,বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন ‘ বাইক চালকদের উদ্দেশ্যে এই সচেতনতা মূলক বার্তা দেন ট্রাফিক ইনচার্জ নিখিলবাবু।