স্কুলের সহ শিক্ষককে মারধর করল স্কুল ছাত্রীর অভিভাবক, চাঞ্চল্য এলাকায়।

0
12

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- গতকাল স্কুলের ছাত্রীদের কটুকথা বলেছিলেন দুই ছাত্র প্রতিবাদ করে দুই স্কুল ছাত্রকে শাসন করে বাড়ি পাঠিয়ে দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই ঘটনায় আরো দুজন জড়িত আছে তাদের কেনো শাসন করা হয়নি এই অভিযোগ তুলে স্কুলের সহ শিক্ষককে মারধর করল স্কুল ছাত্রীর অভিভাবক। ঘটনায় আহত হয়েছেন সহ শিক্ষক সুব্রত তুং। পাঁশকুড়া ব্লকের ডালপাড়া জুনিয়র হাইস্কুলের ঘটনা। ঘটনায় রীতি মতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। যদিও ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে -” গতকাল তাদের মেয়ে স্কুলে গেলে তাকে কটুকথা বলেন এবং গলায় ছুরি ধরে ছিলেন অথচ তাদেরকে কোন বিষয় না জানিয়েই স্কুল শিক্ষক বিষয়টি নিয়ে মিংমাসা করেন। ঘটনা তাদেরকে কেনো জানানো হয়নি তারা আজকে সেই ঘটনা জিজ্ঞেস করতে গিয়ে ছিলেন। কিন্তু মাস্টার মশাই সমস্ত বিষয় চাপা দেওয়ার চেষ্টা করছিলেন ও শিক্ষক মহাশয়ের কোথায় অসঙ্গতি পাই। এই নিয়ে শিক্ষকের সাথে কথা কাটাকাটি হয়। তবে মারধরের যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।”