পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে কর্মসাথী নামক পরিযায়ী শ্রমিকদের এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, শ্রম দপ্তরের মালদার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তানিয়া দত্ত সহ বিশিষ্ট জনেরা। এদিন মালদা জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পরিযায়ী শ্রমিক পরিবারদের সঙ্গে নিয়েই মূলত রাজ্য সরকারের এই কর্মসাথী প্রকল্পের সুবিধামূলক বিষয়ের আলোচনা করা হয়। পাশাপাশি এখনো পর্যন্ত যেসব পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে নাম রেজিস্ট্রেশন করা হয় নি, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের তদারকি করার কথাও জানানো হয়েছে।