গত লোকসভা নির্বাচনের সময় ছোট গাড়ি ভাড়া নিয়েও সেগুলোর টাকা না দেওয়ায় প্রশাসনের দ্বারস্থ হলেন গাড়ি মালিকরা।

0
10

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৮ নভেম্বর: গত লোকসভা নির্বাচনের সময় ছোট গাড়ি ভাড়া নিয়েও সেগুলোর টাকা না দেওয়ায় প্রশাসনের দ্বারস্থ হলেন গাড়ি মালিকরা। এদিন এনিয়ে বারবার ছোট গাড়ি মালিকরা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোন লাভ হয়নি। সম্প্রতি এনিয়ে জেলা শাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন তারা। তারপরও কাজ না হওয়ায় সোমবার দুপুরে বালুরঘাটে আরটিওকে লিখিত ভাবে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য আবেদন জানালেন স্মল ভিকেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও আরটিও অনুপম চক্রবর্তী বলেন, প্রথম লটের যে টাকা এসেছিল তা অনেকেই গাড়ি মালিকদের দেওয়া হয়েছে। আবার টাকা ঢুকলেই সবার প্রথম ছোট গাড়ির বকেয়া টাকা দেওয়া হবে।