দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে জটেশ্বর সুকান্ত ভবন।

0
11

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ :- দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে জটেশ্বর সুকান্ত ভবন। গ্রামের উন্নয়নের জন্য ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আয় বাড়াতে জটেশ্বর সুকান্ত ভবন নির্মাণ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু, বর্তমানে ওই ভবনের দেওয়ালের রং চটে গিয়েছে। পলেস্তারা খসে পড়েছে। ভবনের ভিতরের চেয়ারগুলোর বেহাল অবস্থা। নেই পর্যাপ্ত আলোও। দেওয়ালে আগাছা গজিয়েছে। এমন অবস্থাতেই ওই ভবনে সারা বছর ধরে সেখানে নানা ধরনের অনুষ্ঠান হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক অনুষ্ঠানও হয়। বর্তমানে ওই ভবনটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ভবনটি তৈরি হওয়ার সময় কার তৎকালীন গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সিপিআইএম নেতা ক্ষিতীশ চন্দ্র রায় বলেন, বাম আমলে তৈরি বলে তৃণমূল নজর দিচ্ছে না। সে সময় আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলাম, গ্রাম পঞ্চায়েতের আয় বাড়ানোর জন্যই এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। এরপর পালাবদল হওয়ার ফলে অবহেলায় এই ভবনটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মুস্তাফা আলী বলেন, এই ভবনটি সংস্কারের জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে প্রস্তাব পাঠাবো।