বাড়ির ভিত গড়ার জন্য মাটি কোপাতেই প্রাচীন সুড়ঙ্গের খোঁজ,চাঞ্চল্য পিংলা এলাকায় ।

0
8

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  বাড়ির ভিত গড়তে গর্ত খোলার কাজ চলছিল। কিছুটা গর্ত করার পরেই পাওয়া গেল সুড়ঙ্গের সন্ধান। তাই ঘিরে রীতিমতো হলুস্থলু কান্ড। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় এমন খবর প্রশাসনের কাছে পৌঁছতে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের আধিকারিকরা।
জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল।কিছুটা গর্ত করার পরই একটি সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। তারপর আরো মাটি সরাতেই দেখা যায় ১৫ ফুটের চওড়া একটি ঘরের মতো ঘেরা জায়গা। তার এক দিকের দেওয়ালে একটি খোপ।
বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পিংলা ব্লক প্রশাসন। ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।