রাজ্যের ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ছয়টিতেই তৃণমূলের ব্যাপক জয়ে মালদায় উড়ল সবুজ আবীর।

0
17

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ছয়টিতেই তৃণমূলের ব্যাপক জয়ে মালদায় উড়ল সবুজ আবীর। দল এবং দলনেত্রীর নামে জয়ধুনি দিয়ে জয় সেলিব্রেশনে বিজয়োল্লাসে মাতলেন জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার এমনটাই বিজয়োল্লাসের ছবি নজরে এল মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ের সামনে। জয় সেলিব্রেশন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা সহ সভাপতি বাবলা সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে একে, অপরকে সবুজ আবির মাখিয়ে, লাডডু খাইয়ে জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন। ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের ছুয়েমুছে সাফ করার হুঁশিয়ারি দেন এবং দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধুনি দেন।