চিতাবাঘ উপদ্রুত বাগান শ্রমিকদের নিরাপদে থাকতে করণীয় বিষয়ের ওপর বার্তা দিল বন কর্মীরা।

0
11

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- চিতাবাঘ কিংবা হাতি! ডুয়ার্সে চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় তাঁদের হানাদারি বেড়ে চলেছে। কোথাও শুকনো ডালপালা কুড়োতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। আবার চা বাগানে কর্মরত অবস্থায় চিতাবাঘের অতর্কিত হামলায় শ্রমিক জখম হওয়ার ঘটনাও ঘটছে।  মানুষ ও বন্যপ্রাণের এই ধরনের সংঘাত রুখতে সচেতনতার প্রসারে নেমেছে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ। বন্যপ্রাণ উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে ওই রেঞ্জের পক্ষ থেকে এখন স্থানীয়দের সঙ্গে শিবির আয়োজনের কাজ শুরু হয়েছে।  সোমবার এই ধরনের শিবির হয়েছে ডুয়ার্সের ফালাকাটার দলগাঁও চা বাগানের একটি শ্রমিক মহল্লায়। এদিনই চিতাবাঘ উপদ্রুত বাগান শ্রমিকদের নিরাপদে থাকতে করণীয় বিষয়ের ওপর বার্তা দেয় বন কর্মীরা।