এক সংবাদ কর্মি সংবাদ সংগ্রহ করতে গেলে গংগারামপুরের মহকুমাশাসক SDOP সেই চিত্র সাংবাদিক পরিচয় দেওয়া সত্বেও তাকে সজোড়ে সড় থাপ্পড় মারে বলে অভিযোগ ।

0
16

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার ২৫শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত বোল্লা অঞ্চলের বোল্লা মায়ের পুজো হয় সোমবার সন্ধ্যায় মায়ের ভাসান উপলক্ষে এদিন প্রচুর জেলার ভক্তের সমাগম হয়।সেই সংবাদ সগ্রহ করতে এক সংবাদ কর্মি সংবাদ সংগ্রহ করতে গেলে গংগারামপুরের মহকুমাশাসক SDOP সেই চিত্র সাংবাদিক পরিচয় দেওয়া সত্বেও তাকে সজোড়ে সড় থাপ্পড় মারে।বিষয় টি নিয়ে পুলিশ সুপার এর কাছে অভিযোগ জানালে সুপার সাহেব ওই অভিযুক্ত এস ডি পি ও র বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বস্ত করেন।