বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী বি জে হাইস্কুলে চুরি।

0
11

বাঁকুড়া, আব্দুল হাই:-  বাথরুমের গেটের তালা কেটে সেইদিকেই স্কুলের ভিতর ঢুকেছে দুষ্কৃতীরা, তারপর একে একে ছুটিয়েছে অফিসের তালা, অফিসের ভিতরে তিনটি আলমারির তালা এবং তাজ্জব করা ব্যাপার সমস্ত প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির হার্ডডিক্স নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
এই ঘটনা প্রধান শিক্ষকের কাছে পৌঁছায় স্কুলের কেয়ারটেকার, খবর পাওয়া মাত্রই প্রধান শিক্ষক ছুটে আসেন স্কুলে, দেখেন অফিসের ভিতরে লন্ডভন্ড অবস্থা। খবর যায় পুলিশে। যদিও কি গেছে সেই সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না প্রধান শিক্ষক, পুলিশ আসার পরেই বোঝা যাবে ঠিক কি গেছে, তবে শিক্ষাক্ষেত্রে চুরির মত ঘটনায় সত্যি বিস্মিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী শহরের বুকে বিজে হাই স্কুলে।