পর্যটকদের উৎসাহিত দেখে ইকোপার্ক এর সময়সীমা বাড়িয়ে আটটা পর্যন্ত করা হলো।

0
28

নিজস্ব সংবাদদাতা, মালদা —পর্যটকদের উৎসাহিত দেখে ইকোপার্ক এর সময়সীমা বাড়িয়ে আটটা পর্যন্ত করা হলো।শীতের মৌসুমে চাহিদা বাড়ছে ইকোপার্কে পর্যটকদের সন্ধ্যে নামতেই ভিড় জমাচ্ছে ইকো পার্কে, তাই দেখে প্রশাসনের উদ্যোগে সময়সীমা বাড়ানো হলো।মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক সময় টাইমিং বাড়ানো হলো।বৃহস্পতিবার সন্ধ্যায় ইকোপার্কে ফিতে কেটে সময়সীমা বাড়ানোর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,ইকো পার্কের ইনচার্জ অমিত হালদার, মালদা জেলা খাদ্য কর্মদক্ষের সদস্য রিতা সিংহ,জেলা পরিষদে সদস্য সাগরিকা সরকার, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা।গাজোল ব্লকের বিডিও জানিয়েছে,এদিন বৃহস্পতিবার থেকে ইকোপার্ক রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে।যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয় ৫ টার যারা প্রবেশ করবে ইকো পার্কে তাদের টিকিটের মূল্য অর্ধেক ১০ টাকা নির্ধারিত করা হয়েছে। ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও নিরাপত্তা দিক থেকে কড়া নজরদারী থাকবে বলে জানান গাজোল।এছাড়াও ইকো পার্কের পুরোপুর এলাকা খোলা থাকবে না।ইকো পার্কের পুকুরের দিক বন্ধ থাকবে পাঁচটার পর থেকে।এছাড়া প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন।