নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অপরাজিতা বিল এর সমর্থনে ফালাকাটায় মিছিল।ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে একটি মিছিল পরিক্রমা করে। তারপর ফালাকাটা ট্রাফিক মোড়ে ধর্ণা অবস্থান করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক মহিলা সভানেত্রী সুতপা ভদ্র ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে প্রমুখ।