ইন্দাসের সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির।

0
17

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকা।
মৃত ব্যক্তির চন্দ্রশেখর মন্ডল, তার পরিবার সূত্রে জানা যায় চন্দ্রশেখর মণ্ডল দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এদিন অন্যান্য দিনের মতোই ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়।
পরে সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে আরও দাবি মশাগ্রাম-বাঁকুড়া ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। রেল পুলিশের তরফে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে।
এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার পরিজন ও আত্মীয়-স্বজন।