পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শাখার উদ্যোগে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে দুস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বিদা বললে টেস্ট পেপার বিতরণ করা হয় বুধবার, এই দিন দশটি বিদ্যালয়ের ৪৫ জন ছাত্রছাত্রীকে মিষ্টিমুখ করিয়ে টেস্ট পেপার বিতরণ করা হয়,এইদিন আঞ্চলিক শাখার সাম্পাদক উত্তম মান্না জানান, “১৯ ৩৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের এই মহামূল্যবান টেস্ট পেপার নিরবিচ্ছিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে সমস্তরকম বাধা-বিপত্তি প্রতিকূলতাকে উপেক্ষা করে, অবজ্ঞা করে ৷ এই বছর ৮৭তম বর্ষে পদার্পন করল মধ্য শিক্ষা পর্যদের লেটেষ্ট সিলেবাস ও প্রশ্নের বিন্যাস অনুযায়ী সমিতির অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী কর্তৃক রচনা করা হয়েছে প্রতিটি বিষয় ভিত্তিক প্রশ্ন যা পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির সহায়ক হবে ৷ পরবর্ত্তীকালে এই ধরনের বিতরণ অনুষ্ঠান প্রিয় ছাত্র-ছাত্রীদের স্বার্থে আঞ্চলিক শাখা স্তরে সংঘটিত করা হবে ৷” শিক্ষার্থীদের সামনে অনুপেরণামূলক বক্তব্য রাখেন ডাবচা নবকোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবীদ মাননীয় সন্দীপ মুখার্জী,সভাপতিত্ব করেন সভাপতি স্বপন মন্ডল,আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা রূমা ঘোষ ৷ উপস্থিত ছিলেন মহকুমা নেত্রী শ্রাবনী মিশ্র, বালিকা বিদ্যালয়ের সভাপতি সঙ্গীতা বসু, জোনাল নেতৃত্ব তনয় পাল, ভাস্কর চন্দ্র মন্ডল, মানস মাইতি, বিপ্লব সিংহ মহাপাত্র, সুমেধা ব্যানার্জী, সুব্রত ব্যানার্জী,শিক্ষিকা সবিতা ঘোড়ই সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Home রাজ্য দক্ষিণ বাংলা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির চন্দ্রকোনারোড শাখার উদ্যোগে দুস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বিনামূল্যে...