মালদা, নিজস্ব সংবাদদাতা:–আবাস যোজনার বিডিও অফিসের নাম করে এবার ৭ হাজার করে টাকা তুলতে হবে।আবাস যোজনার গ্রাহকদের কাছ থেকে সাত হাজার টাকা দাবি পঞ্চায়েত প্রধানের।এমনিই ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল প্রধানের এই নির্দেশ দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার কালিয়াচক তিন নম্বর ব্লক। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান আব্দুল আহাদ। এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্যরাও। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যরা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা প্রশাসনের তরফে জানিয়েছে ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,বৈষ্ণবনগরের একটি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আবদুল আহাদ সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিচ্ছেন, আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের কাছ থেকে ৭ হাজার টাকা করে তুলতে হবে কারণ বিডিও অফিসে এই টাকা দিতে হবে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ এর সাথে তৃণমূলের বড় নেতাদেরও যোগ সাজোশ রয়েছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি কেউ যদি অন্যায় করে দল তাকে রেয়াত করবে না। প্রশাসন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
প্রসঙ্গত বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ। যদি পরবর্তী সময়ে প্রধান তৃণমূলে যোগদান করেন।
এই বিষয়ে যদিও কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার জানিয়েছেন, মানুষ যাতে কাউকে বেআইনিভাবে টাকা না দেন সেই কারণে দশ দিন ধরে মাইকিং করে হ এলাকায় প্রচার করা হচ্ছে। কেউ যদি বিডিও অফিসের নাম করে টাকা চেয়ে থাকেন এবং সেই বিষয়ে যদি অভিযোগ হয় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Home রাজ্য উত্তর বাংলা আবাস যোজনার গ্রাহকদের কাছ থেকে সাত হাজার টাকা দাবি পঞ্চায়েত প্রধানের, এমনিই...