হুমগড়ের বনকাটি বিশ্বপ্রীতি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন,রক্ত দিলেন ৮৪ জন রক্তদাতা ।

0
16

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড়ের বনকাটি বিশ্বপ্রীতি ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,এই দিন সকাল দশটা থেকে শুরু হয় এই রক্তদান শিবির, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে, প্রায় ৮৪ জন রক্ত দাতা রক্ত দান করেন বলে এই দিন এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি মুকুল গোস্বামী,মানষ গোস্বামী,বিধান গোস্বামী,বিপ্লব গোস্বামী সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী বরেন মন্ডল,৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনুকা গোস্বামী সহ অন্যান্য ব্যক্তিবর্গ,শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নয় এই ক্লাব সংগঠন সারা বছর বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি করে আসছে এই ক্লাব সংগঠনের তরফ থেকে।