সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

0
19

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সমবায় নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে উত্তেজনা,বোমা ছোঁড়ার অভিযোগ, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন। এইদিন
সকাল আটটা থেকেই শুরু হয় ভোটগ্রহণ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ৭টি আসন, তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরু কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় উত্তেজনা।
উত্তেজনার মাঝেই ভোটকেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে বোম ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই ভোট পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী।