মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হল।

0
12

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হল। শনিবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন মালদহের ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মালদহের ললিতমোহন শ্যামোহিনী হাইস্কুলে প্রায় সাত হাজার লিটার ক্ষমতাসম্পন্ন পরিশ্রুত পানীয় জল প্রকল্প শুরু করা হল এদিন। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সহযোগিতায় এই জল প্রকল্প তৈরি হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ ও সৌরচালিত ব্যবস্থার মাধ্যমে কাজ করবে এই জল প্রকল্প। নতুন এই জল প্রকল্পের ফলে হাজারেরও বেশি ছাত্র উপকৃত হবে। স্কুল পড়ুয়াদের বাড়ি থেকে খাবার জল আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।