খাজা মইনুদ্দিন চিশতী স্মরণে ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান।

0
14

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মামনি জানা, এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আতেয়ার রহমান, সমাজসেবী নাসির মল্লিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যদিও এদিনের রক্তদানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি। স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকেই ভিড় জমায় এলাকার স্থানীয় বাসিন্দারা। শুধু রক্তদান বা বস্ত্রদান নয় সারা বছর এলাকার মানুষের পাশে থাকা ও আগামী দিনে আরো সামাজিক কাজকর্ম করা হবে এমনটাই জানান ধলহরা সবুজ বাহিনী ক্লাবের সদস্যরা।

এই ধরনের সামাজিক কাজ যদি আরো অন্যান্য সাধারণ মানুষেরা এগিয়ে আসেন তাহলে সামাজিক যে অবক্ষয় রয়েছে সেটা অনেক উন্নত থেকে উন্নততর হবে এমনটাই জানান বিধায়ক সৌমেন মহাপাত্র।