সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল মান্দারমণি, দাদনপাত্রবাড় আই এন টি টি ইউ সি হকার্স ইউনিয়ন ও কালিন্দী গ্রাম পঞ্চায়েত।

0
13

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণি, দাদনপাত্রবাড় আই এন টি টি ইউ সি হকার্স ইউনিয়ন ও কালিন্দী গ্রাম পঞ্চায়েত। সোমবার সকালে সমুদ্র সৈকতে সাফাইয়ের কাজে হাত লাগলো এলাকার স্থানীয় হকার থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই পলিথিন, প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী উপকূল এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে। সমুদ্র তটগুলিকে স্বচ্ছ, সুন্দর ও দূষণমুক্ত করতে সোমবার সকাল থেকে নোংরা আবর্জনা সাফাই করেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মীরা। এদিন স্বচ্ছতা ও সাফাই অভিযানে হাত লাগান খোদ মান্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী। মন্দারমণি কোস্টাল থানার ওসি বলেন, পর্যটনকেন্দ্র গুলিকে পরিষ্কার রাখলে তবেই দূষণমুক্ত সৈকতে পর্যটকরা মুক্ত বাতাস অনুভব করতে পারবেন। প্রশাসনও এই কাজে সাহায্য করবে এবং নজরদারি চালাবে বলে জানান মান্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী। মান্দারমণি হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি তথা মিনমিত্র মীর মমরেজ আলী জানান, আমরা সারাবছরই মন্দারমণিতে স্বছতা ও সাফাই কর্মসূচি করে থাকি। নিজেদের এগিয়ে এসে সচেতনতা জাগানোরও প্রয়োজন রয়েছে। তবে এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সঞ্চার করবে বলে আসা প্রকাশ করেছেন মান্দারমণি হোটেলিয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মীর ইয়ার আলি।