অশান্ত ওপার বাংলা, আক্রান্ত হিন্দুরা, অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরো বাড়ানো হয়েছে ।

0
15

নিজস্ব সংবাদদাতা, মালদা :—অশান্ত ওপার বাংলা । আক্রান্ত হিন্দুরা । অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরো বাড়ানো হয়েছে । মালদা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলিতে বিএসএফের টহলদারি চলছে । এই পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্ত বাড়ানো হয়েছে । নজর রাখা হচ্ছে রেল যাত্রীদের গতিবিধি । মালদা মহদিপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে। মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে আগরতলা ,আসাম , বিহার, ঝারখান্ড, থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আগরতলা আবার দিল্লি, ব্যাঙ্গালোর চেন্নাই, গৌহাটি, সহ সব প্রান্তের যাত্রীরা এ মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে । প্রতিনিয়ত এ মালদা টাউন স্টেশন থেকে উত্তর দক্ষিণে প্রায় ১০০ দূর পার্লার ট্রেন চলাচল করেণ। বাংলাদেশের এই অস্থিরতার কারণে মালদা টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রীতিমতো রেল যাত্রীদের মধ্যে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে প্লাটফর্মে ঘুরে ঘুরে এমনকি দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত, সংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করে যাত্রীদের সচেতনতা করছেন । স্লিপার ডগ দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে এমন কি ট্রেনে উঠে নজরদারি চালানো হচ্ছে । রেল যাত্রীদের সতর্ক করা হচ্ছে যাত্রাপথে কোন রকম ভাবে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করলে 139 হেল্পলাইন নম্বরে ফোন করতে ।
মালদা রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওম পাল জানান ইতিমধ্যেই আমাদের রেল দপ্তর থেকে নোটিশ এসেছে যে স্টেশন গুলিতে নজরদারি বাড়ানোর জন্য । বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে কোনরকম সন্দেহ ব্যাক্তি যদি ঘোরাঘুরি করতে দেখা গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা গাড়িতে চলাচলের সময় কোন রকম সন্দেহজনক ব্যক্তি চলাচল করে তাহলে রেল যাত্রীদের মনে হয় তাহলে 139 ফোন করা l মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত ও সংরক্ষিত কামরায় আরপিএফ যোগানরা, মাইকিং করছেন রেল যাত্রীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা মালদা টাউন স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে আরপিএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করার পরিবর্তে 12 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। আগরতলা, আসাম, শিয়ালদা ,হাওড়া, দিল্লি, মুম্বাই, চেন্নাই ,ব্যাঙ্গালোর সেই সমস্ত ট্রেন গুলিতে সংরক্ষিত অস সংরক্ষিত বগিতে চেকিং করা হচ্ছে স্লিপার ডগ দিয়ে চেকিং করা হচ্ছে l আমরা বিএসএফ বা গোয়েন্দা দপ্তরের সাথে যোগাযোগ রাখছি সীমান্ত দিয়ে যে কেউ অনুপ্রবেশ করতে পারে l বন্ধুর থেকে অনেকে চলে আসতে অনুপ্রবেশ করতে পারে সে ক্ষেত্রে আমরা সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি তার বৈধ কাগজপত্র আছে সেটা দেখি