প্রতিবন্ধকতায় না থেমে রং তুলিতে ছবি এঁকে খ্যাতি অর্জন করছি কোলাঘাটের বিজয়।

0
17

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আড়াই বছর বয়স থেকেই পোলিও রোগে আক্রান্ত হয়ে দুই পা ও বাম হাতে শক্তি হারিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কোলা গ্রামের বিজয় খাঁড়া, ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ জেগে ছিল তার মনে, ২০০৯ সালে মারা যায় বিজয়ের বাবা, এরপরেই সংসারের হাল ধরতে ফুটপাতে মাছ ব্যবসা শুরু করেন বিজয়ের মা, অভাব অনটনের মধ্য দিয়ে বিজয় ধীরে ধীরে ছবি আঁকার পাশাপাশি ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাস করে বাগনান কলেজে ভর্তি হয় বিজয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুই পায়ে শক্তি না থাকার কারণে যাতায়াতের পথে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাকে, ধীরে ধীরে পড়াশুনা ছাড়ার আগ্রহ প্রকাশ করে বিজয় তবে রং তুলি তার হাতে তখনো, ধীরে ধীরে ছবি আঁকার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে, এরপর ধীরে ধীরে সময় এগিয়ে যায় এর পরেই অভাব অনটনের মাঝে বোনের বিয়ে হয় বিজয়ের, পড়ে বিজয়ের বোন তাকে একটি স্মার্ট ফোন কিনে দেয় ২০১১ সালে, তারপর নিজে আকার ছবি ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে বিজয়, এরপরেই সমাজ মাধ্যমে পরিচয় হয় চিত্রশিল্পী যুগল সরকারের সঙ্গে, তার আঁকা বিভিন্ন ছবি ওই চিত্রশিল্পী দেখে মুগ্ধ হন, ধীরে ধীরে ঐ চিত্রশিল্পী অনলাইনের মধ্য দিয়ে বিজয়কে প্রশিক্ষণ দিতে থাকে ছবি আকার ক্ষেত্রে, এক সময় কলকাতার এক চলচ্চিত্র মেলায় দেওয়া বিজয়ের ছবি দেখে সুনাম অর্জন করে বিজয়, বর্তমানে এলাকায় তার নামের সাথে শিল্পী নাম যোগ হয়েছে, বিজয় চায় কারো করুণায় নয়, নিজের কর্মে সুনাম অর্জন করে উপার্জন করতে চাই বিজয়, তার এই কর্মকান্ডতে বিজয় এখন অনেকের কাছে অনুপ্রেরণা।