গভীর রাত্রে হঠাৎ মুখ দিয়ে রক্ত তারপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক ব্যক্তির।

0
11

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গভীর রাত্রে হঠাৎ মুখ দিয়ে রক্ত তারপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে কি কারণে ব্যক্তির মৃত্যু সেই বিষয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রমণী কান্ত সূত্রধর (৬৩)বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।
পরিবার সূত্রে খবর, রাত্রে হঠাৎ কাশি, তারপরেই মুখ দিয়ে রক্ত বের হয় ওই ব্যক্তির। যার পরে পরিবারের লোকজনেরা তৈরি করি গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।। তবে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু তা এখনো স্পষ্ট নয়।