তৃণমূলের গ্রাম প্রধানের বাবার নামে আবাস যোজনার বাড়ি শোরগোল কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায়।

0
12

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ নং গ্ৰাম পঞ্চায়েত তৃনমূলের দখলে। সেই তৃনমূল পরিচালিত গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এমন অভিযোগ তুলেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য মাধব খাঁন। তৃণমূলের হামিদুল খান সিদ্ধা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান, তার একটি পাকার বাড়ি রয়েছে,আরেক দিকে রয়েছে মাটির বাড়ি। অভিযোগ সেই মাটির বাড়ি দেখিয়েই তৃণমূল প্রধানের বাবা ফজলু কাদের খান আবার আবাস যোজনার তালিকায় নাম তুলেছেন। এমন এক অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে,যদিও তিনি প্রথমত জানতেন না তার নামে বাড়ি এসেছে,তবে তিনি নিজেই আবাস যোজনার বাড়ি নেবেন না বলে গ্রাম প্রধানের কাছে লিখিত দরখাস্ত দেন।
তবে বিরোধীদের অভিযোগ হামিদুল খানের একটি বাড়ি রয়েছে তারপরেও নিজে জোর খাটিয়ে তার বাবার নামে বাড়ি নিয়েছেন। বাড়ির সামনে একটি মাটির বাড়ি রেখে সেটিকে দেখিয়েই নিয়েছেন আবাস যোজনার বাড়ি।অথচ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধা ২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বাবা ফজিজুল কাদের খাঁন,তিনি বলেন “আমি পঞ্চায়েত প্রধানকে আগেই লিখিত জানিয়েছি আমার বাড়ির প্রয়োজন নেই কারণ আমার দুই ছেলে বাড়ি করে নিয়েছে।আমি জন্মলগ্ন থেকেই তৃনমূল কংগ্রেস করি তাই আমি চাই প্রকৃত গরীবরা বাড়ি পাক।
আর তা নিয়েই এক প্রকার শোরগোল পড়েছে সিদ্ধা ২নং নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।