বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- কবির ভাষায় – হিন্দু মুসলিম দুটি ভাই, ভারতের দুই আঁখি তারা,এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।কবি গীতিকার ও দার্শনিক নজরুল ইসলামের এই কবিতা আজও যে কতটা প্রাসঙ্গিক তা আজকের বুড়ো পীরবাবার ঊরস উৎসব প্রমাণ করে।শুরুটা হয়েছিল সাধারণ ভাবেই আজ থেকে প্রায় ৩১ বছর পূর্বে তারপর ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে বুড়োবাবার মাজার আর এই জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হলো- যে কোন ধর্মের মানুষ , তাতে মুসলিম হোক কিম্বা হিন্দু-বৌদ্ধ-জৈন- সবার মনস্কামনা পূর্ণ হয় এই মাজারে এসে।
যদিও কাকতলীয় তবুও এই মাজারের আশেপাশে যে কোন ধরনের দুর্ঘটনাতে প্রাণহানি হয় না একটিও আর এরকম বেশ কিছু ঘটনার সাক্ষীও আছে ওই এলাকার মানুষজন, এইসব খবর যতই চারিদিকে ছড়িয়ে পড়েছে ততই জনপ্রিয় হয়ে উঠেছে বুড়োবাবার মাজার।
বছরে সারা বছরই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকড়া দেবখালের পাশে বুড়োবাবার মাজারে ভক্তরা আসে তাদের বিভিন্ন মনস্কামনা জানাতে আর পূর্ণ হলে বছরের একটি দিন অর্থাৎ উৎসবের দিনে সকলেই জড়ো হয় উৎসবে সামিল হতে এবং পুজো দিতে। আজ সেরকমই একটি দিন যে দিনে হাজার হাজার মানুষ সামিল হলো এই উৎসবে। পীরবাবার ঊরস আজ মিলন মেলায় পরিণত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে কাঁসর ঘন্টা এবং আজানের ধ্বনি একই হয়ে যাক।
Home রাজ্য দক্ষিণ বাংলা ইন্দাসের জিনকড়া দেবখালের পাশে বুড়োবাবার মাজার-এ মনস্কামনা পূর্ণ হয় সব ধর্মের মানুষের।