ফের জালনোট উদ্ধারে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য।

0
15

নিজস্ব সংবাদদাতা, মালদা :–ফের জালনোট উদ্ধারে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য। জালনোট সহ পুলিশের জালে ধৃত তিন।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে রাজিকুল সেখ, হোসেন সেখ ও সালেখ সেখ। তিনজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে তারা বৈষ্ণবনগরের কৃষ্ণপুর মন্ডাই রোড সংলগ্ন কৃষ্ণপুর মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় সূত্র মারফত খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৯৭ হাজার টাকার জালনোট। যার সমস্ত নোট পাঁচশো টাকার। ধৃতরা কোথা থেকে জালনোট পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই জালনোট পাচারচক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত তিনজনকেই দশ দিনের পুলিশ হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।