নিয়ন্ত্রণ হারিয়ে ময়নজুলিতে পরে মৃত্যু হল এক কিশোর ও যুবকের।

0
10

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর:- ট্রাক্টর মেরামত করে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ময়নজুলিতে পরে মৃত্যু হল এক কিশোর ও যুবকের।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চালুন গ্রাম পঞ্চায়েতের জাম ডাঙ্গি গ্রামে।
পুলিশ সূত্রে খবর,মৃত কিশোরের নাম মোসাকুল ইসলাম (১৫), ও মৃত যুবকের নাম আলামিন আলী (১৮) বাড়ি
গঙ্গারামপুর থানার নেহেম্বা গ্রামে ।
গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে গঙ্গারামপুর থেকে ট্রাক্টর মেরামত করে বাড়ি ফিরছিলেন ওই দুইজন, এরপরে গঙ্গারামপুর থানার জাম ডাঙ্গি এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর নিয়ে নয়নজুলিতে পড়ে যান ওই দুইজন। ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা ওই দুই জনকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। এরপর ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে আর্থ মুভারের সাহায্যে ওই দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আজ মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ।