চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়।

0
13

নিজস্ব সংবাদদাতা, মালদা :-  চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতেনাতে পাকড়াও এক যুবক।ধৃত যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরীর দোকানে ডালপুরি খাচ্ছিলেন। সেই সময় ও যুবক ওই মহিলার পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মী এর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে ঐ যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়।