কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন নেতৃত্বে রাজ্য জুড়ে জমি মাফিয়া রাজ, সরকারি জমি দখলের, দুর্নিতির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্দেশে প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচী অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক কংগ্রেস পক্ষ হইতে কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন নেতৃত্বে রাজ্য জুড়ে জমি মাফিয়া রাজ, সরকারি জমি দখলের, দুর্নিতির বিরুদ্ধে, নামে বেনামে কেনাবেচা জাল রেকর্ড, প্রতিবাদে প্রায় ২ কিলোমিটার মিছিল করে প্রায় ২২০ জন কর্মী উপস্থিত ছিলেন কোলাঘাট BL & LRO সামনে বিক্ষোভ কর্মসূচি প্রায় ২ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি শেষে কোলাঘাট BL & LRO ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন মহাশয়
আমাদের দাবি
১) কোলাঘাটবাসির স্বার্থে ও
বিপদগ্ৰস্ত রূপনারায়ণ নদীর বাঁধ রক্ষার্থে রূপনারায়ণ নদীর গভ থেকে প্রতিদিন অবৈধভাবে লক্ষ লক্ষ কিউবি রৌপ্য বালি তোলা এবং বালি মাফিয়া রাজ বন্ধ করতে হবে ,
২) অবৈধ বালি মাফিয়াদের ও অবৈধ বালি পাচারে জড়িত দুর্নিতিগ্ৰস্ত আধিকারিকদের বিরুদ্ধে এফ আই আর করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে
৩) বেআইনি ভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন বন্ধ করতে হবে
৪) সরকারি খাস জমির বেচাকেনা ও দখলদারি বন্ধ ও দালাল চক্র দের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে,